ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের চান্দু মিয়ার কিডনি ড্যামেজ সাহায্যের অনুরোধ।

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের ৮ নম্বর হাড়িয়া গ্রামের, চান্দু মিয়ার খুবই করুন অবস্থা তার মানবতার সেবকদের কাছে অনুরোধ, আপনাদের মানবিক হাতটা দয়াকরে চান্দু মিয়ার দিকে একটু বাড়িয়ে দিন। খুবই অসুস্থ, কিডনি ড্যামেজ টাকার অভাবে চিকিৎসা হতে পারছে না।
কিছুদিন আগে গ্রাম থেকে চান্দু মিয়ার সাহায্যের জন্য, ৫০ থেকে ৬০ হাজার টাকা ওঠানো হয়েছিল। চান্দু মিয়াকে খুলনা আবু নাসের হসপিটালে ভর্তি করা হয়, সেখানে ডাক্তার তাকে একটি ইনজেকশন দেয় এবং খুলনায় যাওয়া-আসা, ঔষধ খরজে টাকা শেষ হয়ে যায়, চান্দু মিয়ার সংসারে তিন কন্যা সন্তান ছেলে নাই। বাঁচা - মরা আল্লাহর হাতে তারপরও চোখের সামনে একজন, হতদরিদ্র ব্যক্তি টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে যদি পরোপারে চলে যায়, তাহলে আমাদের খুব আপসোস থেকে যাবে।
তার পরিবারকে শান্তনা দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না, আমাদের পরিবারের ইনকামের একমাত্র উৎস ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়ার পর থেকে, সাংসারিকভাবে খুবই বিপদ গ্রস্ত তিনি ও তার পরিবার। আজ প্রায় অনেক টাকা দেনা আছেন তিনি, ভিটে মাটি বেচলেও তার দেনা শোধ হবে না।
এমতবস্থায় আপনারা দয়াকরে শুধু তার চিকিৎসার জন্য, আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেন যে যেমন পারেন, সবার কাছে অনুরোধ রইলো।
যোগাযোগ 01782-677600