দেশের এই বিপদের সময় বিত্তবানরা কোথায়.....?

 প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০১:২৭ অপরাহ্ন   |   জনদুর্ভোগ



এহছান খান পাঠান

দেশের এই বিপদের মধ্যে বিত্তবানরা অনেকটাই নির্বিকার? আমাদের যা আছে তাই নিয়ে কেন নিজেরা ঝাঁপিয়ে পড়ছি না। কেন আমাদের দেশের বড় বড় গ্রুপ বা প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে না?
প্রশ্ন উঠেছে, যেখানে দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন দেশ ও বিদেশি প্রতিষ্ঠান এগিয়ে আসছে সেখানে দেশের বড় বড় ব্যাংক, গ্রুপ ও প্রতিষ্ঠানগুলো কই? এত এত ব্যাংক, এত এত ইস্যুতে বিভিন্ন তহবিলে দান করে, এখন তারা চুপ কেন? এলাকার এমপি-মেয়ররা কই? বিত্তবানরা কোথায়? তাদের ভূমিকা কী এই বিপদে?
যারা যাকাত দেয়ার নামে শাড়ি লুঙ্গি বিলাতে গিয়ে মানুষ মারে। তারা তো এই যাকাতের টাকা গরীবদের দিয়ে কেন বলছে না, ‘এই টাকা দিয়ে চলো, এক মাস আর ঘর থেকে বের হইয়োনা।’

(এহছান খান পাঠান : বার্তা সম্পাদক, দৈনিক অর্থনীতির কাগজ)

জনদুর্ভোগ এর আরও খবর: