বন্যায় ভেসে গেছে অসংখ্য মাছের ঘের বাঁশবাড়িয়া ইউনিয়নে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা"

প্রতিবেদক - মোঃ রফিকুল ইসলাম ঃ
২০২০ সালকে মানুষ মনে রাখবে আজীবন ! মহামারী করনায় বৈশ্বিক অর্থনীতি ধ্বস সহ মৃতের হার প্রায় ৮ লাখ !
বাংলাদেশের মতো উন্নয়নশীল
একটি দেশের অর্থনৈতিক অবস্থা তাহলে কতোটা করুণ..!!!
যেখানে মার্চ মাসের ১৯ তারিখে সর্বপ্রথম শিবচর লকডাউনের মাধ্যমে ধারাবাহিক ভাবে সারাদেশেই লকডাউন চলছে !
এরপরে জুন মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে প্রথম,এরপর সারাদেশেই শুরু হয় বন্যার প্রকোপ !
তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নেও বন্যায় ডুবে গেল
গ্রাম বাংলার মেঠো পথ,বাংলা মায়ের বৃক্ষরাজির সবুজ আঁচল !
পাটক্ষেত,ধানক্ষেত,মাছের ঘের সহ অন্যান্য সাজানো স্বপ্নগুলো।
যে স্বপ্নগুলো দেখা হয় পুরো বছর জুড়ে।
যে স্বপ্নগুলো বাঁচিয়ে রাখে পুরো
বছর ! এক বছরের অর্থনৈতিক
নিশ্চয়তা । ৪ একর সীমানা বেষ্টিত ৩ টি পুকুর ও ঘেরের
মালিক প্রতিষ্ঠিত উদ্যোক্তা
জনাব ফিরোজ আলম মৃধা(সুমন ভাই) বলেছেন ঃ
"বাঁশবাড়িয়া গ্রামে অবস্থিত
আমার তিনটি ঘের বন্যার
পানিতে ভেসে গেছে যেখানে
আমার ক্ষতির পরিমাণ প্রায়
২৫ লাখ টাকা ! বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ
সহায়তা নিয়ে আমি পুকুরে বিনিয়োগ করেছি। মাছ বড় হলে
বিক্রি করে টাকা শোধ করার
পরিকল্পনা ছিলো কিন্তু বন্যায় সব শেষ হয়ে গেল ! আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তার জন্য এটা একটা বড় ধাক্কা যেটা সরকারের সহযোগিতা ছাড়া কাটিয়ে ওঠা
কখনোই সম্ভব নয়,তাই সরকারের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি !