করোনা: চীনের আদলে ঢাকায় আকিজের হাসপাতাল তৈরির খবর সঠিক নয়

 প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ




করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরিভিত্তিতে নির্মিত লেইশেনশান হাসপাতালের আদলে ঢাকায় হাসপাতাল নির্মাণ করছে না আকিজ গ্রুপ। কিছু সংবাদমাধ্যম এ বিষয়ে আকিজ গ্রুপের এমডির বরাতে সংবাদ প্রকাশ করেছে, তবে তা ঠিক নয় বলে জানা যায়।



শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টা ২৬ মিনিটে বাংলানিউজ এ বিষয়ে জানতে চাইলে আকিজ গ্রুপের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে গণস্বাস্থ্যের সঙ্গে কথা বলুন।


সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, ‘আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘাজমিতে উহানের লেইশেনশান হাসপাতালের আদলে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেইসঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনায় আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দু’জন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।

ksrm


শুক্রবার (২৭ মার্চ) এ বিষয়ে জানতে চাইলে শেখ বশির উদ্দিন বলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’


এ বিষয়ে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিনের সঙ্গে শুক্রবার রাত ১০টা ২৬ মিনিটে কথা হয় বাংলানিউজের।


তেজগাঁওয়ে আপনি নিজ উদ্যোগে একটি হাসপাতাল করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা গণস্বাস্থ্য করছে। আপনি গণস্বাস্থ্যের সঙ্গে কথা বলেন।


আপনার বরাত দিয়ে অনেক মিডিয়ায় নিউজ হয়েছে জানালে তিনি বলেন, নিউজে তো অনেক সময় অনেক কিছু আসে। এটা গণস্বাস্থ্য করছে। আপনি গণস্বাস্থ্যের সঙ্গে কথা বলেন।

জনদুর্ভোগ এর আরও খবর: