সময় উপযোগী ব্যবস্থা নিলে মসজিদে জামাতে নামাজ পড়া যায়।

 প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১২:৩০ অপরাহ্ন   |   জনদুর্ভোগ



প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয় 


বিশ্বজুড়ে মহামারি রুপ ধারন করা COVID-19 ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কারনে বিশ্বে অনেক  মসজিদ  এ জামাত বন্ধ হয়ে গেছে। এই মহামারীর সময়   সম্মানিত মুসুল্লিগণের নিরাপত্তায় মসজিদ চালু রাখার জন্য বাইতুদ দাউদ জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রনীত ব্যবস্থায় বর্তমান সময়ে মসজিদে নামাজ আদায় হচ্ছে।মসজিদ কতৃপক্ষ জানিয়েছে তাদের দ্বারা যতটুকু সম্ভব চেষ্টা করেছে। 


মসজিদে  মাস্ক ব্যাতিত প্রবেশ করতে দিচ্ছে না এবং নির্দিষ্ট সংখ্যক সুস্থ মানুষকেই মসজিদে আসতে বলা হচ্ছে এজন্য প্রতিবেলা মাইকে মানুষকে সচেতন করা হচ্ছে। প্রতি ওয়াক্তে মসজিদ ডিজইনফ্যাকট করার জন্য জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে ধোয়া হচ্ছে। বাসা থেকে অজু করে আসার জন্য বলা হচ্ছে।এ কারনে মসজিদে অজুর ব্যবস্থা বন্ধ করা হয়েছে। পা ধোয়ার জীবাণুনাশক যুক্ত  পানিটুকু কিছুক্ষণ পর পর পরিবর্তন করা হয়। মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে এবং শরীরে জীবাণুনাশক দেয়া হচ্ছে।


এই উদ্যোগটুকু বাংলাদেশে  রোল মডেল হয়ে থাকবে। মসজিদের নিজস্ব তহবিল ও পূর্ব আহাম্মদ নগরবাসীর অক্লান্ত প্রচেষ্টায়  আরও বহু  দ্বীনি সামাজিক খেদমত জারি থাকবে  বলে জানিয়েছে তারা।

জনদুর্ভোগ এর আরও খবর: