ভারতে গরু আনতে গিয়ে শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক সুমন আহত।

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৪১ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ


মনা বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ

 যশোরের শার্শা রুদ্রপুর সীমান্তের ওপারে ভারতের অংশে সুমন হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে আহত ।মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ সুমন (২৫)কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের পুত্র।


বিষয়টি নিশ্চিত করে আহতর খালাতো ভাই ড্রাইভার লাল্টু বলেন, ‘সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন গুলিবিদ্ধ হয়েছে।


শার্শা সীমান্তের বিপরীতে ভারতের তেতুল বাড়িয়া সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে মোবাইলে ওপারের লোকজন জানিয়েছে।


রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ নিশ্চিত করে জানান, এ ব্যাপার বিএসএফের সঙ্গে মঙ্গলবার সকালে একটি পতাকা বৈঠক করা হয়েছে।বাংলাদেশে পক্ষে ছিলেন সুবেদার মশিউর রহমান ও ভারতের পক্ষে ছিলেন এসি সন্তোষ কুমার।

জনদুর্ভোগ এর আরও খবর: