মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪।

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ


মাগুরা প্রতিনিধিঃ

 মাগুরা যশোর রোডের মঘির ঢালে সোহাগ ও চাকলাদার পরিবহনে মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,সকাল বারটার সময় বরিশাল থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহন মঘির ঢালে পৌছলে বিপরীত দিকের সোহাগ পরিবহনের মধ্যে সংঘর্ষ বাঁধলে এ দুঘটনা ঘটে।আহতরা হলেন,সুরাইয়া খাতুন(১০)পিতা মহিদুল বড়খড়ি সদর মাগুরা,মাছুদ (৪৮)পিতা মোহাম্মাদ আলি সদর যশোর,শিরীন(৩০)পিতা সোলেমান গ্রাম মধুখালি জেলা ফরিদপুর.নুর হোসেন(৩৮)পিতা ফজলু নাভারন যশোর,মতিয়ার (৪৫)পিতা আঃ ওহেদ মনিরামপুর যশোর,তৌফিক(৩০) পিতা আবদুল ওহাব মনিরামপুর যশোর,মাধবী লতা (৩৫)পিতা অজ্ঞাত বরিশাল,নাসিম(২০)পিতা আজিজুল মাদারীপুর,প্রশান্ত (৩৫)গ্রাম ভেকুটিয়া যশোর,জয়া(৩০) আঠারখাদা সদর মাগুরা ,রুবেল(১৮)পারনান্দয়ালী মাগুরা

মাগুরা সদর হাসপাতালের ইমাজেন্সি ডাঃ ওমর প্রশাদ জানান,পরিবহনে দুর্ঘটনার আহত রোগীদের জরুরী চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় ২০ জন রোগী আমরা ভর্তি করিয়েছি। এদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর। তবে এখনো রেফার্ড করি নাই।জরুরী  চিকিৎসা চলছে।

জনদুর্ভোগ এর আরও খবর: