মাটিরাঙ্গার চরপাড়াবাসীর দুঃখ-দুর্দশা দেখার কেউ নাই।

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


মোঃ আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা প্রতিনিধিঃ


 খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভাধীন চরপাড়াবাসীর দুঃখ-দূর্দশা দেখার যেনো কেউ নাই। উপজেলা সদরের নিকটবর্তী ওয়ার্ড হওয়া সত্বেও রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘদিন যাবৎ চরপাড়াবাসী সড়ক পথে যাতায়াতের সময় দূর্ভোগের শিকার হচ্ছেন। প্রতি বছর ধলিয়া খালে পানির প্রবল চাপে চরপাড়া যাতায়াতের রাস্তাটি যেভাবে ভেঙ্গে যাচ্ছে তাতে যে কোন সময় চরপাড়ার সাথে মাটিরাঙ্গা সদরের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশংখা রয়েছে।  বর্তমানে ৪টি স্থানে বড় ধরনের ভাঙ্গনে ফলে ক্ষত-বিক্ষত অবস্থায় রয়েছে রাস্তাটি। 


দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ গ্রহন করার দাবী জানিয়ে স্থানীয়রা বলেন, ধলিয়া খালের করাল থাবায় চরপাড়া রাস্তাটি ভেঙ্গে আমরা ভীষণ কষ্টে আছি। সময়মতো ছেলে মেয়েরা স্কুল কলেজে পারে না । জমির ফল-ফলাদি বিক্রির জন্য বাজারে নিতে হয় মাথায় বহন করে। অসুস্থ্য রোগীকে হাসপাতালে নেয়ার কোন সুব্যবস্থা নাই বলে মুমূর্ষ রোগী নিয়ে বিভিন্ন সময় সংকটাপন্ন অবস্থায় পড়তে হয়েছে।  


এ বিষয়ে পৌর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম রাস্তার দুর্বস্থার বিষয়টি স্বীকার করে বলেন, বর্তমানে রাস্তাটির অচলাবস্তার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন।  

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মোঃ আলী মিয়া জানান, রাস্তার ভাঙ্গনের বিষয় অনেক প্রজেক্ট দিয়েছি পৌরসভা সহ বিভিন্ন দপ্তরে। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এর সহায়তায় পানি উন্নয়ন বোর্ড এর নিকট প্রজেক্ট আকারে প্রকল্প দিয়েছি। তবে অদ্যবদি কোন কাজ হয়নি।

জনদুর্ভোগ এর আরও খবর: