দেশে নতুন শনাক্ত ৩৫ জন, মারা গেছে আরও ৪ জন,

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৮:৩৯ অপরাহ্ন   |   জনদুর্ভোগ



প্রতিবেদক-হৃদয় হোসেন রত্ন


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড  সংখ্যক ৩৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছে।

এ তথ্য দেন প্রতিদিনের স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ৫ জন নারী।

এর আগে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনাভাইরাস নিয়ে এক বৈঠক চলার সময় ২৯ জন নতুন আক্রান্তের তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এই নিয়ে গত ৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১২৩ জনের করোনা শনাক্ত হলো। আর এই সময়ে মারা গেছে ১৩ জন।গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ৮ মার্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মারা গেছে ৯ জন। সুস্থ ৩৩ জন। ২৪ ঘণ্টায় ব্যবধানে শনাক্ত হওয়া ব্যক্তি ও মৃতের সংখ্যা বেড়ে গেল

জনদুর্ভোগ এর আরও খবর: