সন্দ্বীপ বাসির প্রতি এমপি মিতার খোলা চিঠি।

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৭:৫০ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ প্রতিনিধিঃ

প্রিয় সন্দ্বীপবাসী,

আসসালামু আলাইকুম /আদাব। করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন বিপন্ন। মানবতার বিপর্যয় ঠেকাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ভয় পাওয়ার কিছু নেই। সাবধানতা অবলম্বন করুন। নিরাপদ দুরত্ব বজায় রাখুন। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ রইলো। 


প্রাণপ্রিয় সন্দ্বীপবাসী, আমি আপনাদেরই সন্তান। আমি ও আমার পরিবার সবসময় আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। দুর্যোগ মুহুর্তে মানুষ জীবন বাঁচাতে যখন ঘরবন্দী তখন আমি পরিবার পরিজন ঢাকায় রেখে ছুটে গিয়েছি ত্রাণ হাতে আপনাদের বাড়ি বাড়ি, ঘরে ঘরে, নিয়ম শৃঙ্খলা মেনে স্কুল কলেজ মাদ্রাসা মাঠে। কঠিন পরিস্থিতি মোকাবেলায় আপনাদেরকে সামান্য সহযোগিতা করতে পেরেছি তাতেই আমি ধন্য। মনে প্রাণে দোয়া করি উদ্ভুদ্ধ পরিস্থিতি থেকে মহান রাব্বুল আলামিন যেনো আমাদের মুক্তি দিয়ে দেন। 


স্থানীয় প্রশাসন এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় ত্রাণ বিতরণ এবং সচেতনতা মূলক প্রচারের ফলে ভালো আছে আমার  প্রাণপ্রিয় সন্দ্বীপবাসী। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের দরবারে। 


করোনার প্রভাব বিরাজমান থাকলে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণের ধারা অব্যাহত রাখবো। ভয় পাওয়ার কিছু নেই। ভরসা রাখুন। ত্রাণ সহ সকল প্রকার সুযোগ সুবিধা পেতে সরকারি দপ্তরে নিরবিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রেখেছি। সরকারি নির্দেশনা মেনে চলুন। আমার দৃঢ় বিশ্বাস খাদ্যের অভাব হবে না। ঘরে থাকুন। নিরাপদে থাকুন। মনে রাখবেন আপনি ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ। 


জয় বাংলা 

জয় বঙ্গবন্ধু। 


মাহফুজুর রহমান মিতা 

সংসদ সদস্য 

চট্টগ্রাম ০৩,( সন্দ্বীপ)

জনদুর্ভোগ এর আরও খবর: