করোনায় উচ্চ ও নিন্মবিত্তদের চেয়ে মধ্যবিত্তের বেশি দুর্ভোগ,

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৯:৩৮ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


সাইফুল ইসলাম,, ষ্টাফ রিপোর্টারঃ-

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে  বাংলাদেশে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা। সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো, দুঃস্থদের জন্য ব্যাপক ভূমিকা পালন করলেও নিন্ম-মধ্যবিত্তদের মধ্যে অনেকেই অসহায়।

স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় তাদের আয়-রোজগার নেই। ফলে এদিকে খাবার কিনতেও পারছেন না। অপরদিকে সামাজিক মর্যাদার কারণে, কারও কাছে কিছু চাইতে পারছেন না।
নীরবেই কষ্ট সহ্য করতে হচ্ছে নিন্ম-মধ্যবিত্তদের। কিছু মানুষ ছোট বেসরকারি চাকরি, ছোট ব্যবসা এবং দৈনন্দিন কাজের ওপর নির্ভরশীল। করোনার কারণে দেশ লকডাউন হওয়ায় বর্তমানে এদশের বড় অংশের আয়-রোজগার বন্ধ। এতে খাবার ও বাসা ভাড়া নিয়ে দুশ্চিন্তায় তারা। কিন্তু সামাজিক সম্মানের কারণে কারও কাছে টাকা-পয়সা বা খাবার চাইতে পারছে না। নীরবে দিন পার করতে হচ্ছে এদেরকে। অন্যদিকে খাবারের পাশাপাশি বাসাভাড়া নিয়ে সমস্যায় পড়ছেন নিন্ম-মধ্যবিত্তরা। 

জনদুর্ভোগ এর আরও খবর: