সোনালী ব্যাংকের গ্রাহকরা , সামাজিক দুরত্ব মানছে না,

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০২:২১ পূর্বাহ্ন   |   রংপুর


মোঃ আবু তাহের নীলফামারী জেলা ব্যুরো প্রধানঃ

সারা‌দে‌শে বাড়‌ছে প্রতিদিন ক‌রোনা রোগীর সংখ্যা। সরকারের নানান ধরনের কর্মসূচি , করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকারি নির্দেশনা মোতাবেক জনসমাগম এড়িয়ে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে স্টেডিয়াম মাঠে। 


প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীরা দিন রাত ছুটে চলছে সধারণ মানুষের দিকে।  এমনকি পরিবার বাদ দিয়ে,রোগীর দায়িত্ব নিলেন   চিকিৎসকেরা।  


নীলফামারী, কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের সামন দিয়ে যাওয়ার সময় চোখে পরল উপছে পরা ভির, সামাজিক দুরত্ব মানছে না ব্যাংক গ্রাহকরা, ব্যাংক কর্তৃপক্ষের নজরে পরলেও কিছু বলছে না। এমনকি ব্যাংকে গ্রাহকরাও হয়রানির শিকার হচ্ছে বিভিন্ন ভাবে।


সামাজিক দুরত্বের বিষয়ে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললে তিনি দায়সারা কথা বলে।  বিষয়টি পুলিশ কে জানানো হয়েছে, ওনারা এসে লাইন করিয়ে দেব।।

রংপুর এর আরও খবর: