দৌলতপুরে-খোন্দকার বাবলু'র পূজা মন্ডপ পরিদর্শন ও সামগ্রিক সহযোগিতা প্রতিশ্রুতি।

রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায়- ২৯ শে সেপ্টেম্বর-২০২৫
রাত প্রায় ৭.০০ ঘটিকার সময় প্রয়াত মহাসচিব ধানের শীষের কান্ডারী খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, মানিকগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি বর্তমান আহ্বান কমিটির সদস্য ড. খন্দকার আকবর হোসেন (বাবলু) দৌলতপুর দৌলতপুর শ্রীশ্রী কালী মন্দিরে পূজা মন্ডপ সহ দৌলতপুর সদরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন ও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের অসুবিধা নিয়ে খোঁজখবর নেন এবং কোন সমস্যা বা বাধাঁ মোকাবেলা করার জন্য সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরো দাবি করেন যে, আপনাদের চিপহুইপ এর আদর্শ বুকে ধারণ করেছি তাকে যেভাবে আপনারা মনে-প্রাণে চিফহুইপকে ভালবাসতেন, আমাকেও ভালবাসবেন আমি আপনাদের ভালোবাসার প্রমাণ দিব। সুখ-দুঃখে আপনাদের পাশে থাকবো। মানিকগঞ্জ ১ আসনে ধানের প্রতীক নিয়ে আসলে আপনাদের সমর্থন ও ভালোবাসা দুটোই চাই। দেশ নায়ক তারেকের নির্দেশে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকবো - এটা বাবলুর অঙ্গীকার।।
স্বারদীয় শুভেচ্ছা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- দৌলতপুর উপজেলা যুব দল নেতা- মোঃ কামাল হোসেন। জননেতা ও কৃষিবিদ ডক্টর খোন্দকার বাবলু'র সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, এ্যাডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম কুন্টু।
পুজা মঞ্চে উপস্থিত ছিলেন- মোঃ শফিউল আলম বিল্টু বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুর রহমান যুগ্ন সাধরন সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি , মোঃ রোকনুজ্জামান রোকন-অধ্যক্ষ বিবিসি কলেজ, ইমন খান- বিএনপি নেতা, মুন্সী সানোয়ার হোসেন - সাবেক ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, লিটন মোহরী সহ-সভাপতি চকমিরপুর ইউনিয়ন বিএনপি, ইউনুস শিকদার অতিরিক্ত জিপি, মানিকগঞ্জ জজ কোর্ট। মো: আইয়ুব আলী -সাধারন সম্পাদক চকমিরপুর ইউনিয়ন বিএনপি, অন্যান্য নেতাকর্মীদের মধ্যে সেলিম,দৌলত হোসেন,আজিজ সরকার কলিয়া ইউনিয়ন,ইয়াহিয়া মোল্লা, কালাম বেপারী,জাকির হোসেন বাচামারা ইউনিয়ন,দৌলতপুরের প্রত্যেক ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মীসহ ঘিওর ও সিবালয় থানার বিভিন্ন নেতাকর্মী ড. খোন্দকার আকবর হোসেন- বাবলুর সফর সঙ্গী হয়ে পুজা মন্ডপে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।