রানীশংকৈলে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই পা হারালেন ভ্যান চালক।
স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেন্টু (৩৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। এতে তিনি দুই পা হারিয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল-নেকমরদ সড়কের মিরডাংগী বাজার মহেশপুর কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেন্টুর বাড়ি হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও বরুয়াল গ্রামে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক সেন্টুসহ আরও তিনজন আহত হন। আহত অন্যরা হলেন-গরুয়াল গ্রামের আব্দুল গফুর, গাজীরহাট গ্রামের আব্দুল আউয়াল ও পশ্চিম বনগাঁওয়ের মুসলিম উদ্দিন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেন্টুর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
রাণীশংকৈল ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
