বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ উপলক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২৫ সদস্যের দল ঘোষণা করলেন।

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৯ অপরাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ

 দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই আবারও মাঠে গড়াতে যাচ্ছে। আগামী মাসের শুরুর দিকের তিনটি ম্যাচের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছেন ব্রাজিল। আগামী মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ীরা। তার আগে  ২৫ সদস্যের দল ঘোষণা করে সেলেসাওরা


বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। আর্জেন্টিনা আছে তাদের চেয়ে ছয় পয়েন্ট পেছনে। 


ব্রাজিল দল:


গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), ওয়েভেরটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)


ডিফেন্ডার: দানিলো (জুভেন্তাস), গিলেরমো আরানা (আতলেতিকো মিনেইরো), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), এমারসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এডারর মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)


মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেনিলসন (স্পোর্ত ক্লাব ইন্তারনাসিওনাল), জেরসন (মার্সেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)


ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুনিয়া (হের্থা বার্লিন), গাবি (ফ্লামেঙ্গো)।

খেলাধুলা এর আরও খবর: