টানা ৩০ ম্যাচ অপরাজিত মেসির আর্জেন্টিনা।

 প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০৬:৩৫ অপরাহ্ন   |   খেলাধুলা



প্রতিবেদকঃ টিপু সুলতান 


দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে। তাই নিয়ম রক্ষার ম্যাচে আজ সকাল ৫ঃ৩০ মিনিটে ভেনেজুয়েলার বিপক্ষে মেসি বাহিনী মাঠে নেমেছিলো।


মার্টিনেজ, লে সেলসো সহ নিয়মিত একাদলের ৭/৮ জন ছিলো না। ইনজুরি  ও করোনার নিয়ম ভঙ্গের জন্য।  গতমাসে কলম্বিয়া ও চিলির বিপক্ষে মেসি  করোনার জন্য খেলতে পারি নি। তবে সবচেয়ে স্বস্তির জায়গা দলের সেরা তারকা মেসি ফিরিয়ে। 


খেলার শুরু থেকে আর্জেন্টিনা সাজানো গোছানো পাসিং ফুটবল খেলতে থাকে। বিরতিতে  যাওয়ার আগে নিকোলাস গঞ্জালেজ এর গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়।


আর্জেন্টিনার ডি পল অসাধারণ খেলেছে আজ। মধ্য মাঠ জুড়ে তার আধিপত্য ছিলো। দ্বিতীয় গোলটি আসে ডি মারিয়ার অসাধারণ ফিনিশিং থেকে। আর শেষ সময়ে ফুটবল সৌন্দর্যের অনিন্দ্য রূপকথার রাজকুমার লিওনেল মেসির দারুন গোলে ৩-০  বড় ব্যবধানে জয় আর্জেন্টিনা।


এই জয়ের ফলে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল মেসির আর্জেন্টিনা।

খেলাধুলা এর আরও খবর: