কাতার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, হিসাব কষে বুঝিয়ে দিলেন পেপ গার্দিওলা।

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০১:৪৭ অপরাহ্ন   |   খেলাধুলা


আউয়াল ফকিরঃ

  আসছে নভেম্বরে কাতারে বসবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপের ২২তম আসর। 


এদিকে বিশ্বকাপকে ঘিরে বাড়ছে উন্মাদনা। কোন দেশ ঘরে তুলবে ক্রীড়া দুনিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসরের শিরোপা, তা জানা যাবে ১৮ ডিসেম্বর। 


তবে এর মধ্যেই ভবিষ্যদ্বাণী করে জানিয়ে দেওয়া হলো, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে মেসির দেশ আর্জেন্টিনা!


এবারের বিশ্বকাপের শিরোপা আর্জেন্টিনার ঘরে যাওয়ার সম্ভাবনা দেখছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সম্প্রতি টেলিমুন্ডো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এর ব্যাখ্যাও দিয়েছেন সিটিজেনদের বস।


টেলিমুন্ডো স্পোর্টসকে স্প্যানিশ কোচ বলেন, ‘গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় আসন্ন ফিফা বিশ্বকাপে তাদের আত্মবিশ্বাসে বড় উৎসাহ দেবে। এটি নিশ্চিত যে, এটি বিশ্বকাপে সাহায্য করবে।’


গার্দিওলা বলেন, ‘কোচ লিওনেল স্কালোনির দল দীর্ঘদিন ধরে হারেনি। জেতা এবং দীর্ঘদিন ধরে হেরে না যাওয়ার অনুভূতি সবসময়ই শক্তি জোগায়, আসন্ন বিশ্বকাপে যা সহায়ক হবে।’


মেসির মতো তারকাকে দলে রাখার গুরুত্ব তুলে ধরেন স্প্যানিশ কোচ গার্দিওলা। বলেন, এ ধরনের খেলোয়াড়কে দলে রাখার সুবিধা হচ্ছে, সবসময় কোনো কিছুর বাইরে গিয়ে ২-৩টি বিশেষ অ্যাকশন দেখানোর ক্ষমতা তারা রাখে। এর মধ্যে ডি মারিয়া, লাউতারো মার্তিনেস বা জুলিয়ান আলভারেজের মতো ফরোয়ার্ড সতীর্থদের সঙ্গে গোল করা বা তৈরি করার অনুভূতি দুর্দান্ত শক্তি জোগায়।’


সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ড্রয়ে ৩২ দলের মধ্যে ২৯ দল কাতারের টিকিট পেয়েছে। এর মধ্যে মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব।


তবে অভিজ্ঞতার বিচারে প্রথম চাকরি হিসেবে আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকা স্কালোনি বাকি পথটুকু চালিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে! যদিও ফুটবলে অভিজ্ঞতাকে তেমন বিশ্বাস করেন না গার্দিওলা। তিনি বলেন, ‘ফুটবলে একটি বড় মিথ্যা হচ্ছে, অভিজ্ঞতা কার্যকর। গতকাল যেভাবে আপনি পরিচালিত হয়েছেন, তা আজ আপনার কোনো কাজে আসবে না।’

খেলাধুলা এর আরও খবর: