ভলান্টিয়ার স্টান্ডার্স এন্ড ভলান্টেরিজম (ভিএসও) কমিটি গঠিত

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ





নুরল আমিন রংপুর ব্যুরো:


আন্তর্জাতিক সংগঠন ভিএসও ভলান্টিয়ার স্টান্ডার্স এন্ড ভলান্টেরিজম কমিটি গতকাল গঠিত হয়েছে।গতকাল ১৯ মার্চ দুপুরে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য দেন কেন্দ্রীয় পরিচালক শফিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নীলফামারী যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এ্যানা, সেলিনা চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি ভার্চ্যুয়ালে বক্তব্য বলেন, ১৯৫৮ সালে এই সংগঠনের জন্ম হয় বৃটেনে, ১৯৭৪ সালে বাংলাদেশে এই সংগঠনের যাত্রা শুরু হয়ে আজকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। পরে সংগঠনের উপদেষ্টা হিসেবে নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এ্যানা, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, মহিলা সমিতির সেলিনা চৌধুরী নির্বাচিত হন। আব্দুল মোমিন কে সভাপতি, শিরিন আক্তার আশাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক সমাজ সংবাদের নীলফামারী জেলা প্রতিনিধি নুরল আমিন।

সারাদেশ এর আরও খবর: