সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পাঙ্গাসীর সিরাতকে ঘিরে ব্যাপক প্রস্ততি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
প্রতি বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসীতে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল। মাহফিলকে ঘিরে চলছে নানা আয়োজন আর ব্যাপক প্রস্তুতি । সিরাাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্যবাহী হাটপাঙ্গাসী ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়ন কল্পে ৬, ৭ ও ৮ ডিসেম্বর রোজ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বাদ যোহর হতে অত্র মাদ্রাসার এন্তেজামিয়া কমিটির উদ্দোগে এ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সিরাত মাহফিলকে ঘিরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রান মুসুল্লীরা প্রতি বছরই অংশ গ্রহন করে থাকেন। সিরাতকে ঘিরে প্রতি বছরই শুরু হয় বিভিন্ন পন্য সামগ্রীর দোকান বসানোর জন্য প্লট বা জায়গা বরাদ্দরের কাজ। এছাড়াও মঞ্চ বা প্যান্ডেল তৈরির কাজও ইতিমধ্যেই শুরু করেছে সিরাত মাহফিল পরিচালনা কমিটি। গঠন করা হয়েছে ভলেনটিয়ার সহ বিভিন্ন কাজে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক বাহিনী। প্রতি বছরই এলাকার ধর্মপ্রাণ মানুষ ও দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীগন এই সিরাত মাহফিলে উপস্থিতিসহ সার্বিক সহযোগীতা করে থাকেন। সিরাত মাহফিলকে ঘিরে এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনরা ভীড় করেন এই কয়েকদিনে। ঈদ উপলক্ষ্যে না আসলেও নতুন-পুরাতন ঝি-জামাইরা সিরাত মাহফিল শুনতে শ্বশুর বাড়িকে আসেন।
উক্ত মাহফিলে উপস্হিত থেকে দেশ-বরেণ্য আলোচিত ইসলামি চিন্তবিদ ও নামকরা বক্তাগণ কোরআন ও সুন্নাহর আলোকে ওয়াজ ফরমাইবেন।তাই সকলে দলে দলে উক্ত মাহফিলে যোগদান করবেন এবং সার্বিক সহযোগীতা করার জন্য দানের হাত বাড়িয়ে দেয়ার জন্য সিরাত কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।