খুলনার কয়রা উপজেলার মধুর মোড়ের মধুবাবু আর নেই

জিল্লুর রহমান কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার সর্ব দক্ষিণের সুন্দরবনের কোল ঘেঁষে কয়রা উপজেলা। এই উপজেলার তিনরাস্তা মোড়ে এক সময় মধুসূদন নামে সনাতন ধর্মের এক কাকা বাবু খাবার হোটেল এর ব্যাবসা করতেন , তখন থেকেই ঐ তিন রাস্তার মোড়র নামকরণ হয় মধুর মোড় যেটা উপজেলা হেড কোয়ার্টার এর অভিমুখে। মধুবাবু অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন সকল ধর্মের লোকদের সাথে তিনি সব সময় হাসি মুখে আলাপ করতেন এবং সকলের সাথে সব সময় কুশল বিনিময় করতেন। তিনি আওয়ামী লীগের দু: সময়ে অনেক ভূমিকা রেখেছিলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখার উপদেষ্টা ছিলেন । তিনি কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের দাতা সদস্য ছিলেন। মধুসূদন রায়ের বার্ধক্য জনিত কারণে আজ সকাল ১১:১৯ ঘটিকায় নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। এ সময়ে কয়রা উপজেলার স্থানীয় লোকজন ও ব্যাবসায়ীরা বেদনাবিধূর হৃদয়ে অশ্রুসিক্তে ভেংগে পড়েন।
কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মহসীন রেজা ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগি সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাথে সাথে বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।