সিরাজগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত।

 প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ




সিরাজগঞ্জ প্রতিনিধি : 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মবার্ষিকী (১২৬তম নজরুল জন্মজয়ন্তী ২০২৫) উদযাপন  উপলক্ষ্যে  আলোচনা সভা ও মনোমুগ্ধকর  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসকের সিরাজগঞ্জের  আয়োজনে, 

গতকাল রোববার (২৫মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ  জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে-

উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন  পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের  উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) 

গণপতি রায়। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ সরকারি কলেজে'র বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এ, এইচ,এম, জাহাঙ্গীর আলম। 

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। 

এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, কর্মকর্তা, সুধীজন, গুণীজন, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: