আগুনে পুড়ে যাওয়া পরিবারকে ঘর উপহার দিল সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

 প্রকাশ: ২৭ মে ২০২৫, ০১:৩২ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:


খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে বসতবাড়ি নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।


গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা মানবিক কাজের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঘরটি পুনঃনির্বাণ করে দেন।


সকালে সিন্দুকছড়ি ইউনিয়নের রোয়াজাপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত অনিল কুমার ত্রিপুরার পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি।


এসময় পরো পরিবারের জন্য পোশাক, শিক্ষা সামগ্রী, বাচ্ছাদের খেলনা, এক মাসের রেশন ও রান্নাবান্নার কাজে ব্যবহৃত সকল সামগ্রী হস্তান্তর করা হয়। জোন অধিনায়ক বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, এ ধারা অব্যাহত থাকবে। এসময় স্থানীয় অংক্যথোয়াই ত্রিপুরা কার্ব্বারী সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য গত ১৮ এপ্রিল রান্নাঘর থেকে আগুন লেগে অনিল কুমার ত্রিপুরার বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়, মানবিকতার অংশ হিসেবে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। সম্পূর্ণ বাড়িটি নির্মাণ প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলেও জানান সেনা সদস্যরা।

সারাদেশ এর আরও খবর: