আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক স্ত্রী হত্যা মামলায় স্বামী জোয়ার সাহারা এলাকা থেকে আটক।

 প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০২:৪১ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

গত ১৫ মার্চ ২০২৫ খ্রিঃ শামসুন্নাহার (২৫) নামক এক মহিলাকে তার স্বামী ১। মোঃ সাইফুল ইসলাম (২৪) ২। মোসাঃ রাবেয়া বসরী ওরফে মিষ্টি (২৫) এবং অজ্ঞাতনামা আরও ০২/০৩ জনের সহায়তায় আড়াইহাজার থানাধীন কুমারপাড়া সাকিনস্থ জনৈক মাসুম মোল্লার বাড়ির নীচ তলার মোঃ সাইফুল ইসলাম এর ভাড়াকৃত রুমে গলা চেপে শ্বাসরোধ করতঃ হত্যাকান্ড করে।‌ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডিসিস্টকে ১নং আসামি মোঃ সাইফুল ইসলাম এর ভাড়াকৃত রুমের জানালার গ্রীলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায়। সংবাদ পেয়ে পুলিশ বর্ণিত বাসায় গিয়ে ডিসিস্ট শামসুন্নাহার এর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করে। ময়না  তদন্ত রিপোর্ট প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে,  ময়না তদন্ত রিপোর্ট প্রস্তুতকারী ডাক্তার ভিকটিম শামসুন্নাহার এর মৃত্যু একটি হত্যাকান্ড মর্মে মতামত প্রদান করেছেন। এরপর ভিকটিম শামসুন্নাহার এর মাতা বাদিনী হয়ে মেয়ের জামাইসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা রুজু করেন।


মামলা হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশনায় এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতার করতে অভিযানে নামে পুলিশ। অতঃপর 'সি' সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী ইসলামের তত্ত্বাবধায়নে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ মেহেদী হাসান সৈকত সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য ১০ জুলাই ২০২৫ খ্রিঃ ডিএমপির ভাটারা থানার জোয়ার সাহারা এলাকা থেকে দুপুর ০২.৪০ ঘটিকায় হত্যা মামলার প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম (২৪) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ সাইফুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে।

সারাদেশ এর আরও খবর: