কালকিনি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বছরের বাজেট ঘোষণা

সাহাদাত হোসেন ওয়াসিম, কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার ২৯ তম বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৫- ২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে চলতি অর্থবছরের সর্বমোট আয়, সর্বমোট ব্যয় দেখিয়ে বাজেট ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৌরসভার মেয়রের অফিস কক্ষে উক্ত কর্মসূচীর অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং চলতি অর্থ বছরে সর্বমোট আয় ৫২ কোটি ২৫ লক্ষ ৭০ হাজার টাকা এবং সর্বমোট ৫২ কোটি ৭ লক্ষ ১ হাজার ৯ শত ৬৬ টাকা ব্যয় এবং ১৮ লাখ ৬৮ হাজার ৩৪ টাকা প্রত্যাশিত আয় দেখিয়ে প্রস্তবিত বাজেটটি ঘোষণা করেন। পরে বাজেটের বিস্তারিত তুলে ধরেন পৌরসভা হিসাব রক্ষন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার।
উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাশ, কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, পৌর প্রকৌশলী রাকিক হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ হোসাইন শেখ ও সহকারী প্রকৌশলী মোঃ লিটন হোসাইন, সেনেটারী ইন্সপেক্টর মুকাদ্দেস হোসেন, অফিস সহকারী ইসরাইল সরদার সহ পৌরসভায় নিযুক্ত কাউন্সিলর ও সাংবাদিক বৃন্দ।