কালকিনিতে পরিবেশ দূষণের দায়ে প্লাস্টিক কারখানার মালিককে অর্থদণ্ড

মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনি উপজেলায় পরিবেশ দূষণের দায়ে একটি প্লাস্টিক কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ আগষ্ট) দুপুরে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন। এ ধরনে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।