অন্তু পাড়ায় ৪৩ বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ।

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন   |   সারাদেশ




শিক্ষার মানোন্নয়নে বিজিবির অব্যাহত মানবিক কার্যক্রম


মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:


খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামগড় জোন।


বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৮ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর পাশাপাশি ফুটবল, ভলিবলসহ নানা ধরনের ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল মোঃ আহসান উল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।


তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা ছাড়াও পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বিজিবি কাজ করে যাচ্ছে। অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”


অনুষ্ঠানে রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহমদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: