চৌগাছা অভিযানে ধর্ষণ মামলার ০১ (এক) জন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ও গ্রেফতারী পরোয়ানা মূলে ০৩ জন আসামীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ ।

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন   |   সারাদেশ



মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ আব্দুস ছাত্তার, এএসআই (নিঃ)/জাকির হোসেন, এএসআই (নিঃ)/আব্দুর রহমান শান্ত, এএসআই (নিঃ)/গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন পলুয়া (খলসিপাড়া) গ্রাম থেকে 

চৌগাছা থানার মামলা নং-০৩, তারিখ- ০৬/০৮/২০২৫ খ্রিঃ, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) এর আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ১। মোঃ মাহফুজুর রহমান আরিফ (১৬), সিআর-১৮০/২৫ এর আসামী ২। মোছাঃ ইয়াসমিন নাহার (২৬), নারী শিশু-৩০/১৭ এর আসামী ৩। মোঃ ওহিদুল ইসলাম (৪৫) এবং সিআর-১১১/২৪ এর আসামী ৪। মোঃ মাহামুদুর রহমান মুক্ত (৩২) দেরকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত আসামীদেরকে ইং ০৭/০৮/২০২৫ খ্রিঃতারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

 

আসামীদের নাম ও ঠিকানাঃ


১। নামঃ- মোঃ মাহফুজুর রহমান আরিফ (১৬)

পিতাঃ- মোঃ কলিম উদ্দীন

মাতাঃ- শাহানারা বেগম

সাংঃ- পলুয়া (খলসিপাড়া)

থানাঃ- চৌগাছা

জেলাঃ- যশোর।


২। নামঃ- মোছাঃ ইয়াসমিন নাহার(২৬)

স্বামীঃ- মোঃ আসলাম হোসেন

সাংঃ- দিঘলসিংহ

ডাকঘরঃ- চৌগাছা

থানাঃ- চৌগাছা

জেলাঃ- যশোর। 

৩। নামঃ- মোঃ ওহিদুল ইসলাম(৪৫)

পিতাঃ- মোঃ সেকেন্দার আলী

সাংঃ- গোপিনাথপুর

থানাঃ- চৌগাছা

জেলাঃ- যশোর

৪। নামঃ- মোঃ মাহামুদুর রহমান মুক্ত(৩২)

পিতাঃ- মৃত শাহাদৎ হোসেন

সাংঃ- ৪২৯ চৌগাছা নিরিবিলিপাড়া

থানাঃ- চৌগাছা

জেলাঃ- যশোর।

সারাদেশ এর আরও খবর: