বেনাপোলে বন্দরে ভারতীয় ট্রাক থেকে এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে বিজিবি বর্ডার গার্ড ।

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ

যশোর বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যেবাহী ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেটে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি গুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় পণ্যেবাহী কাঁচা মরিচের একটি ট্রাক (নং ঈএ০৪চট-৫২৮৮) তল্লাশি চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করে।  এ সময় ভারতীয় নাগরিক গাড়িচালক গুরজীত সালুজা (৩১), পিতা-জাস পাল সালুজা এবং গাড়ীর হেল্পার রাম দাস নাওয়াদি (২৪), পিতা-মালকিয়া নাওয়াদি আটক করা হয়েছে। তারা উভয় ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা। আটককৃত পিস্তল ও গুলির আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রথমবারের মতো বাংলাদেশে মালবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে এসেছেন এবং নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনে সঙ্গে আনেন। তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি চালকেরা।

কাস্টম ও গোয়েন্দা সূত্রে জানা যায়, আটক ট্রাকের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার শিমু এন্টারপ্রাইজ এবং পণ্যে চালানটির খালাশের দ্বায়িত্বে ছিলো বেনাপোলের বহুল বিতর্কিত সিঅ্যান্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলি সহ দুই আসামি আটক করা হয়েছে। আটক ভারতীয় চালকদের জিজ্ঞাসাবাদ করা সহ আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: