বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার, ১কেজি গাঁজাসহ আটক-১

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন   |   সারাদেশ



মনা,যশোর শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ও ১ কেজি গাঁজাসহ শিল্পী (৫০) আটক।


শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন এলাকা থেকে মাদক উদ্ধার ও গাঁজাসহ তাকে আটক করা হয়।                                                                                                                                                            


আটক আসামী হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের তোতা মিয়ার স্ত্রী শিল্পী।


পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুটখালী রোডের পাঁকা রাস্তার উপর ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল ফেলে অজ্ঞাতনামা একজন আসামী পালিয়ে যায়। পরে সেখান থেকে ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর রোডস্থ বেনাপোল ৩নং ওয়ার্ডের হারুনের মুদি ও চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে পাঁকা রাস্তার উপর হতে ১ কেজি গাঁজাসহ শিল্পী কে আটক করা হয়।


বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, আটককৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: