রায়গঞ্জ-তাড়াশ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষনা।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ ও আংশিক সলঙ্গার আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের অন্যতম সদস্য,সলঙ্গার আমশড়া গ্রামের কৃতি সন্তান জননেতা ডঃ মুহাম্মদ আব্দুস সামাদের নাম চুড়ান্ত করে ঘোষনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজ (২৬ মে) সোমবার সকাল ১০ টায় রায়গঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মী উপস্থিত ছিলেন।