তৃণমূল শক্তিশালী করতে মাঠে বিএনপি— গুইমারায় তিন ইউনিয়নের সমন্বিত সাংগঠনিক সভা

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক সভায় গুইমারা সদর, হাফছড়ি, এবং সিন্দুকছড়ি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব আলীর সঞ্চালনায় ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে শুরু হওয়া সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “তরুণরাই হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। আগামীর নেতৃত্ব গঠনে তাদের রাজনৈতিক চেতনা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. এন. আবছার। তিনি বলেন, “দলীয় প্রতীক “ধানের শীষ”-এর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।”
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ:রব রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
বক্তারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে জনগনকে ভালোবাসা দিয়ে পাশে রেখে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।