আমতলীতে মাদক সেবনের দায়ে ডোপ টেস্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান

মাইনুল ইসলাম রাজু
আমতলী বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলীতে এই প্রথমবারের মতো মাদক সেবনের দায়ে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উক্ত মাদকসেবিকে গতকাল গভার রাতে গ্রেফতার করে আমতলী থানা পুলিশ। এস আই শহিদুল ইসলাম (২) এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল ১৮ই সেপ্টেম্বর রাত সারে এগারোটায় উপজেলার কাউনিয়া নতুন জীবন নামক একটি এনজিও ঘরের সামনে হতে মো: আলী হোসেন (২৫)কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। আটক আলী হোসেন উপজেলার চাওড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ বশির হাওলাদারের ছেলে।
পরে আমতলী থানা পুলিশ আটক আলী হোসেনকে ডোপ টেস্টের জন্য আজ সকালে বরগুনা জেলা সদরে প্রেরণ করা হলে এবং রেজাল্ট পজিটিভ পাওয়া গেলে আজ দুপুরে আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোট করে আকল আলী হোসেনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০০/- পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৫ দিন কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ জগলুল হাসান বলেন, আমতলী থানাকে মাদক মুক্ত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।