দৌলতপুরে- ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি।
১ লা নভেম্বর রোজ শনিবার, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হলো। এবারের সমবায়ের প্রতিপাদ্য বিষয় -
"সাম্য ও সমতায়,
দেশ গড়বে সমবায়"।
সমবায় দিবসকে সামনে রেখে সকাল ১০.৩০ মিনিটে বর্ণাঢ্য রেলি, জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে- আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জনাবা নাহিয়ান নুরেন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোছা: জান্নাত আরা পারভীন হীরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোছাঃ জান্নাত আরা পারভীন হীরা,উপজেলা সমাবায় অফিসার দৌলতপুর মানিকগঞ্জ। স্বাগত বক্তব্যে সমবায় দপ্তরের অবকাঠামো ও নিয়ম-নীতি সারসংক্ষেপ তুলে ধরেন।আরও বক্তব্য রাখেন, প্রধান অতিথি নাহিয়ান নুরেন।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন -মো: লিৎফে আল মুঈজ উপজেলা কৃষি অফিসার, মো:মহসিন উল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , মোঃ সালমান খান সাধারন সম্পাদক, প্রেসক্লাব দৌলতপুর উপজেলা, মো: রবিউল আলম সভাপতি বন্ধন বহুমুখী সমবায় সমিতি ও দৌলতপুর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সেক্রেটারি সহ সদস্যবৃন্দ গন।
