ডিবি যশোরের অভিযানে ১১(এগারো) বোতল অবৈধ বিদেশী মদ’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ জন

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/ বাবলা দাস, এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, এএসআই(নিঃ)/ নির্মল কুমার দাস সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০/১০/ ২০২৫ খ্রিঃ তারিখ ১৬.২০ ঘটিকার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ পুরাতন পৌরসভা মার্কেট এর সামছুর রহমান ভবনের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ সাজ্জাদুল ইসলাম রাসেল এর কাঁধে থাকা বাদামী রংয়ের স্কুল ব্যাগের ভিতর হতে ০৬ (ছয়) বোতল বিদেশী মদ এবং মোঃ রাব্বি হোসেন এর কাঁধে থাকা নেভি ব্লু রংয়ের স্কুল ব্যাগের ভিতর হতে ০৫ (পাঁচ) বোতল বিদেশী মদ, সর্বমোট-১১ (এগারো) বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করে।


 এ সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন বাদী হয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।


গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ইং- ৩১/১০/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।  


গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ 


১। নামঃ- মোঃ সাজ্জাদুল ইসলাম রাসেল (২৭)

২। নামঃ- মোঃ রাব্বি হোসেন (২০)

উভয় পিতা-মোঃ কাউসার আলী

মাতা-মোছাঃ রাহিলা বেগম

সাং-বয়ড়াতলা

থানা-ঝিনাইদহ সদর

জেলা-ঝিনাইদহ।


উদ্ধারঃ

১। সর্বমোট ১১ (এগারো) বোতল অবৈধ বিদেশী মদ, যাহার অবৈধ বাজার মূল্য ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা ২। একটি বাদামী রংয়ের স্কুল ব্যাগ

 ৩। একটি নেভি ব্লু রংয়ের স্কুল ব্যাগ।

সারাদেশ এর আরও খবর: