যশোর বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ও চোরাচালান পণ্য জব্দ।

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, শাড়ি, শাল-চাদর এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম পরিচালনা করে আসছে।


তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিজিবি মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দে সফলতা অর্জন করছে।

সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাদেশ এর আরও খবর: