বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ




  (নাটোর) প্রতিনিধি


সাম্য ও সমতায়, দেশ গড়বে সমতায়” প্রতিপাদ্যকে ধারণ করে নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, নাটোর কাল্বের জেলা ব্যবস্থাপক কোরবান আলী, কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, বনপাড়া খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়নের যুগ্ম সম্পাদক মিসেস পদ্মিনী কস্তা, সমবায় উদ্যোক্তা মি. রিউবার্ট রোজারিও ও শ্রীমতি মিনতি রায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সমবায়ী সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ক্রেডিট ইউনিয়নের স্বীকৃতি অর্জন করায় বাবলু কোরাইয়ার হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সারাদেশ এর আরও খবর: