শার্শা আসনে খায়রুজ্জামান মধু'র গণসমাবেশ।
বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী সংসদীয় ৮৫, যশোর-১
মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় ৮৫, যশোর-১ (শার্শা) আসনে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ আসনে বিএনপি'র চারজন এবং জামায়াতে ইসলামীর একজন প্রার্থী প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে সমাবেশ মিছিল মিটিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে আছেন।
যশোর-১ (শার্শা) আসনের ১১টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১০২টি। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৯ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পাঁচ হাজার ৪৪০ জন এবং নারী ভোটার সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৮৮৩ জন।
বিএনপি'র পক্ষে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন যশোর জেলার শার্শা উপজেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা প্রবীণ রাজনীতিবীদ খায়রুজ্জামান মধু,দলের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপি'র সভাপতি-আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক-নুরুজ্জামান লিটন। অপরদিকে রয়েছেন জামায়াতে ইসলামী'র একক প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
আজ আমরা খায়রুজ্জামান মধু'র কর্মী সমাবেশের কথা তুলে ধরার চেষ্টা করেছি। খায়রুজ্জামান মধু দীর্ঘদিন যাবৎ বিএনপিদলীয় কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার আমলে
তিনি গত ১৭বছর নানাভাবে মামলা হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন কয়েকবার। তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। বিগত সরকারের আমলে প্রশাসন দ্বারা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।
তিনি ওয়ান-ইলেভেনের সময় সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। তা ছাড়া গত ১৭ বছরে তিনি বাড়িতেই থাকতে পারেননি। জেলখানাই যেন ছিল তার বাড়ি। তিনিও এবার এ আসন থেকে বিএনপির মনোনয়ন চান। এজন্য তিনি সাধারণ মানুষের কাছে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার(৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে শার্শা উপজেলা পরিষদ সংলগ্ন শার্শা বিএনপি কার্যালয়ের সম্মুখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন,তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাৎকার প্রচার ও ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ'কে বিজয়ী করার লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা'র ১১টি ইউনিয়নের শত শত নেতা-কর্মী নারী-পুরুষ এ সমাবেশে যোগ দেন।
সমাবেশে খাইরুজ্জামান মধু বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে তিনি নানাভাবে হামলা-মামলার শিকার হয়েছেন। বিগত সরকারের আমলে নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি। পাশে থেকেছেন সারাক্ষণ। এবারের নির্বাচনে বিএনপি থেকে তিনি প্রার্থী হোক, এমনটা প্রত্যাশা করে শার্শাবাসী। সংসদ নির্বাচনে দল যাকে যোগ্য মনে করবে তাকেই দলীয় ব্যানারে নির্বাচন করার টিকিট দিবেন। তবে,আমি শতভাগ আশাবাদী দল আমাকে মনোনিত করবেন।
