কালকিনিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন   |   প্রশাসন


সাহাদাত ওয়াসিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

"স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ "এই প্রতিপাদ্যে মাদারীপুরের কালকিনিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও কালকিনি পৌরসভার আয়োজনে দিবসটি উপলক্ষে একটি  বর্ণাঢ্য র‍্যালী আয়োজন করা হয়। 

র‍্যালীটি সকালে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার  পরিছন্নতা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে আলোচনা  কারা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. লিমন হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশাসন এর আরও খবর: