কালকিনিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

সাহাদাত ওয়াসিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
"স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ "এই প্রতিপাদ্যে মাদারীপুরের কালকিনিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও কালকিনি পৌরসভার আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়।
র্যালীটি সকালে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিছন্নতা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে আলোচনা কারা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. লিমন হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।