কালকিনিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

সাহাদাত ওয়াশিম,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নব নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিত ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কালকিনি ও ডাসার উপজেলা শাখার আয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এ পরিচিত সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ মোঃ নেছার উদ্দিন, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ বখতিয়ার সিকদার।
নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানোর পর জেলা ডিকে আইবির সভাপতি আব্দুল বারী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করাণ।
উল্লেখ্য গত ২৭ শে অক্টোবর কালকিনি ও ডাসার উপজেলার ডিকে আইবির কমিটি ঘোষণা করা হয়।
মোঃ জোবায়েত হোসেন সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কালকিনি উপজেলা ডিকে আইবির কমিটি ঘোষণা করা হয় এবং একই সাথে কাজী সুলতানুল সুজাকে সভাপতি ও রমেন মধুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ডাসার উপজেলা ডিকে আইবির কমিটি ঘোষণা করা হয়।