মানিকগঞ্জ-১ আসনে গণধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইনের মনোনয়ন জমা
মানিকগঞ্জ প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে গণধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ ইলিয়াছ হুছাইন।
সোমবার তিনি শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মনিষা রানী কর্মকারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন দলীয় প্রতিনিধিদের নিয়ে উপস্থিত রয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়ন দাখিল সম্পন্ন হয়।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইলিয়াছ হুছাইন বলেন,
“মানিকগঞ্জ-১ আসনের মানুষের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানিকগঞ্জ-১ আসনে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি
মো: আরিফুর রহমান অরি
