যশোর অভয়নগরে প্রধান শিক্ষকের অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন   |   শিক্ষা



 মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফেরদৌস জাহান-এর দীর্ঘ ২২ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


১৪ মার্চ মঙ্গলবার জনাব আলহাজ্ব রবিউল ইসলাম সাহেবের সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠান হয়। 

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীণ রাজনীতিবিদ জব্বার মোল্যা, ৫ং নাম্বার শ্রীধরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান (বাপ্পী) ৫নং শ্রীধরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব রওশন আলী মোড়ল, পায়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিক্ষা সমিতির সাবেক সভাপতি ফিরোজ আলম, বাঁশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হোসেন আর উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ,

 বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক বৃন্দ, উপস্থিত ছিলেন এলাকার সুধীজন, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ। 

বিদায়ী মুহূর্তে বিদায়ী প্রদান শিক্ষক এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানান।

শিক্ষা এর আরও খবর: