জন্মদিনে দোয়া ও ভালোবাসায় তারুণ্যের বাতিঘর কানতারা খান"আপু।

 প্রকাশ: ০৬ জুন ২০২০, ১২:৩৫ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা



গোপালগঞ্জ -১ আসন(মুকসুদপুর কাশিয়ানি) থেকে আমাদের ৫ বারের নির্বাচিত সাংসদ ফারুক ভাই এর সুযোগ্য কন্যা, আমাদের আদরের মামনি আগামীর বাংলাদেশ কানতারা খানের আজ "জন্মদিন"। 

তারুণ্যের ছায়ায় আমার চোখে দেখা কানতারা খান আজ অভিজ্ঞতায় অনেক সমৃদ্ধ। অভিজ্ঞতার আলোকে তিনি অনেক শক্তিশালী। বুদ্ধিমত্তা বরাবরই প্রখর, সহনশীলতা, দৃঢ়তা ও ধৈর্য যেন তার চরিত্রগত ধর্ম। ভালবাসায় ও সহমর্মীতায় তিনি এখন এলাকার জনগনের কাছে অতি প্রিয় ও আপনজন। 

ফারুক ভাইয়ের যোগ্য উত্তরসূরী হিসাবে কানতারা তার সততা, দূরদর্শিতা ও দেশপ্রেমের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন - এটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব।। 

মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেন তাকে তার বাবার মতন তাকেও মানুষের সেবা করার সুযোগ দেন, তিনি যেন সবসময় মুকসুদপুর ও কাশিয়ানীর মানুষের পাশে থেকে কাজ করতে পারেন, বঙ্গবন্ধুর আদর্শের দলের একনিষ্ট কর্মী হয়ে বঙ্গবন্ধু কন্যার হাতকে আরো শক্তিশালী করতে পারেন এবং ভালো নেক কাজের মাধ্যমে  বাবা-মা ও পরিবারের মুখ উজ্জ্বল করতে পারেন, সেই রহমত ও বরকত নাজিল করো।   

আমাদের বিপদে, আমাদের সুখে শান্তিতে গত ২৫ বছরের বেশি সময় ধরে  ফারুক ভাই এলাকার মানুষের পাশে থেকেছেন সবসময়, মহান আল্লাহ রাব্বুল আল আমিন তাকে সুস্থ স্বাভাবিক দীর্ঘজীবন দান  করুক। ফারুক ভাই যেন আরো অনেক বছর এলাকার মানুষের সেবা করে এলাকার উন্নয়নে কাজ করে যেতে পারে, মহান আল্লাহ তায়ালা সেই তৌফিক দেন করুক। মহান সৃষ্টিকর্তা ফারুক ভাই এবং তার পরিবারের সকলে যেন এই দুর্যোগকালীন সময় সুস্থ থাকেন, ভালো থাকেন সেই তৌফিক দান করেন।  

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ সুরক্ষিত।  তাকে তুমি দীর্ঘ জীবন দান করো।

যে ভালবাসার বন্ধনে আমাদের সিক্ত করেছো তার বিপরীতে এলাকার জনগনের ভালবাসায় সিক্ত হোক তোমার প্রতিটি ক্ষণ,দিন,বছর।।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: