কোটালীপাড়ায় বন্যা দুর্গতদের পাশে ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা।

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২০, ০৮:৫৫ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাম্প্রতিক বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন  কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা। 

উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রাম ও মাছের ঘের বন্যার পানিতে প্লাবিত হওয়ায় তিনি প্রতিদিন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে এ খোঁজ খবর রাখছেন।

সরেজমিনে দেখা যায় চেয়ারম্যান মাইকেল ওঝা  বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে নৌকা যোগে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন‌ এবং  অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ত্রান বিতরণ করেন। 

কালাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝার সাথে কথা বললে তিনি বলেন , আমার ইউনিয়নের রাম  নগর,বৈকন্ঠপুর,কাফুলাবাড়ী,কলাবাড়ী,রুথীয়ারপাড়,মাছপাড়া, পশ্চিম মাছপাড়া, নলুয়া,কুমুরিয়া, শিমুলবাড়ি,বুরুয়া গ্রামের প্রায় ৩ শতাধিক বাড়িঘর বন্যায় পানি বন্দি হয়ে পড়েছে। প্রায় ৫ শতাধিক ছোট বড় মাছের ঘের তলিয়ে গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্থ অনেক জনগণ এখন  মানবেতর জীবনযাপন করছেন। তাদের মাছের ঘের তলিয়ে যাওয়ায় সকল মাছ ভেসে গিয়ে এখন তারা অসহায় হয়ে পড়েছেন। আমি এসব জনগনের জন্য সরকারের সহায়তা কামনা করছি।

এই প্রাকৃতিক বিপর্যয় মুহূর্তে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান স্যারের  সহযোগিতায় এবং আমার সাধ্য মত কিছু অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছি।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: