পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২০, ০৭:২৬ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খসরু ফকির নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।


শুক্রবার দুপুরে সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খসরু ফকির একই উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামের ছিরু ফকিরের ছেলে। তিনি ভেড়ারবাজার এলাকায় ধান-চালের ব্যবসা করতেন।


গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, খসরু ফকিরের সঙ্গে চাচাতো ভাই হাসান ফকিরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে হাসান ফকিরের লোকজন ভেড়ারবাজার এলাকায় তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: