কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২০, ১০:৫৫ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে আয়শা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পূর্ণবতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা ওই গ্রামের জলিল শেখের মেয়ে।


কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, সকালে আয়শাকে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে. পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে আয়শার মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: