যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জে শোক দিবস পালিত।

সাইফুল ইসলাম,,ষ্টাফ রিপোর্টারঃ-
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। সারা দেশের ন্যায় গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ধানমন্ডির একটি বাড়িতে হত্যা করে বিপথগামী সৈনিকেরা।
ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করে খ্যান্ত হয়নি। বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, মেজো ছেলে শেখ জামাল, ছোট্ট ছেলে শিশু রাসেলসহ বড় পুত্রবধু সুলতানা কামাল, মেজো পুত্রবধূ রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও বিশিষ্ট সাংবাদিক মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনিসহ পরিবারের ১৬ সদস্যকে হত্যা করে। বঙ্গবন্ধুর সুযোগ্য দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাহিরে থাকায় তারা প্রানে বেঁচে যায়।
দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দেশের জনতা। শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামীলীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর আর বেদনাবিধূঁর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে।