গোপালগঞ্জে যুবলীগ নেতা রাসেলের খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ।

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার খুনিদের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জ সদর উপজেলার যুবলীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা।

 

 আজ বুধবার বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আইনজীবী সমিতির কার্যানলয়ের সামনে এসে শেষ হয়। সেখানে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহুমদ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ নেতা চৌধুরী আশিকুর হাসান শিমুল, রাসেল সিকদার, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শফিকুল রহমান শফিক, ছাত্রলীগ নেতা পিয়াল শেখ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসীর দাবী জানায়। অন্যথায় তারা লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়ার হুমকী দেয়।

 

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাতে গোপালগঞ্জ শহর-সংলগ্ন ঘোষেরচর কলাবাগান এলাকায় বাসায় ফেরার পথে সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা সন্ত্রাসী হামলার শিকার হন। প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১১ আগস্ট (মঙ্গলবার) চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ব্যাপারে রাসেল মোল্লা’র মা পারভীন বেগম বাদী হয়ে মাহামুদ কাজীকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন। তবে, এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: