আজ খাগড়াছড়ি আসছেন পুলিশের মহাপরিদর্শক
খাগড়াছড়ি প্রতিনিধি :
নানা কর্মসুচীতে অংশগ্রহনের জন্য আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি আসছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহনের পর খাগড়াছড়িতে এটাই তাঁর প্রথম সফর।
খাগড়াছড়ি সফরকালে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ব্যস্ত সয়য় পার করবেন তিঁনি। কর্মসিচীর অংশ হিসেবে সকাল ১০টার দিকে খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারের বিভিন্ন কার্যক্রমে অংশ নিবেন পুলিশের মহাপরিদর্শক। একই দিন বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পুলিশের নারী ব্যারাকের উদ্বোধন ও পুরুষ ব্যারাকের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। এর পরপরই খাগড়াছড়ি পুলিশ লাইন্স থেকে ভার্চুয়ালি ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ী, মানিকছড়ি থানা ও লক্ষীছড়ি থানা ভবনের উদ্বোধন করবেন।
এরপর খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় শেষে এদিন সন্ধ্যায় তার সন্মানে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন পুলিশের মহাপরিদর্শক।
এদিকে পুলিশের মহাপরিদর্শক'র খাগড়াছড়ি সফর সফল করতে খাগড়াছড়ি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
## দিদারুল আলম, খাগড়াছড়ি প্রতিনিধি