বাংলাদেশে করোনা ভাইরাসে আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছেন রসায়নবিদ ড. মোঃ জাফর ইকবাল।

নিজস্ব প্রতিনিধি ঃ
বিভিন্ন দেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশে ৩ জনের করোনা ভাইরাস পাওয়া গিয়াছে। দেশে এর সংক্রমণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই মানুষের মাঝে এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটর সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মোঃ জাফর ইকবাল।
ড. মোঃ জাফর ইকবাল বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ রোগে মৃত্যুঝুঁকি ইবোলার চাইতে অনেক কম, শতকরা তিন শতাংশেরও কম। তবে এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়াসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাগুলো সম্পর্কে জানাতে হবে।