কাশিয়ানীতে ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে লিপলেট ও মাস্ক বিতরণ করা হলো।

হাফিজুর রহমান কাশিয়ানী (গোপালগঞ্জ)
জননেতা লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ ফারুক খান এমপির নির্দেশে কাশিয়ানী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে তিন ওয়াডে মাস্ক ও সচেতন মুলক লিপলেট বিতরণ করা হয়।
আজ (২৭মার্চ) শুক্রবার বিকাল ৪ ঘটিকায় খায়েরহাট বেলতলা বাজারে কিছু মাস্ক ও সচেতন মুলক লিপলেট বিতরণ করা হয়। পরবর্তীতে পিংগলীয়া মাদ্রাসা বাজারে কিছু মাস্ক ও সচেতন মুলক লিপলেট বিতরণ করা। এসময়ে সেখানে উপস্থিত ছিলেন কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময়ে কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলেন, করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য সকলকে সচেতন ও সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকার জন্য সকলকে অনুরোধ করেছে।
এছাড়াও আরও বলে, সকলকে একত্রে মেলামেশা হতে বিরত থাকতে হবে। সকলকে ঘড়ে থাকার নির্দেশ দেয়।